logo

সময়: ০১:২৭, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ০১:২৭ অপরাহ্ন

সর্বশেষ খবর

১১ লক্ষ টাকা মূল্যমানের ৩৫৭ বোতল ফেনসিডিলসহ রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

Ekattor Shadhinota
১৭ নভেম্বর, ২০২৪ | সময়ঃ ১০:০০
photo
১১ লক্ষ টাকা মূল্যমানের ৩৫৭ বোতল ফেনসিডিলসহ রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

 অদ্য ১৭ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দেশের পশ্চিমাঞ্চল হতে বিপুল পরিমান মাদকদ্রব্যের চালান নিয়ে একটি পিকআপ যোগে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর র‌্যাব-১০ এর আভিযানিক দলটি তাৎক্ষনিক ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অবস্থান করে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং সন্দেহজনক গাড়ী তল্লাশী করতে থাকে। তল্লাশীর একপর্যায়ে একই তারিখ সকাল আনুমানিক ০৬:৪৫ ঘটিকায় সন্দিগ্ধ পিকআপটি র‌্যাবের চেকপোষ্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র‌্যাব সদস্যরা পিকআপটিকে সিগন্যাল দিলে পিকআপের চালক পিকআপটি থামায়। অতঃপর র‌্যাব সদস্যরা উক্ত পিকআপে থাকা চালক’কে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, তার পিকআপে ফেনসিডিল আছে। পরবর্তীতে কর্তব্যরত র‌্যাব সদস্যরা বিধি মোতাবেক তল্লাশী করে গ্রেফতারকৃত আসামীর দেখানো ও বের করে দেওয়া উক্ত পিকআপের সামনের ডালার নিচে ইঞ্জিনের দুই পাশে বিশেষ কায়দায় রক্ষিত ০৩ টি প্লাস্টিকের বস্তায় আনুমানিক ১০,৭১,০০০/- (দশ লক্ষ একাত্তর হাজার) টাকা মূল্যমানের ৩৫৭ (তিনশত সাতান্ন) বোতল ফেন্সিডিলসহ পিকআপের চালক’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ বাবলুর রহমান (৪৪), পিতা-মৃত শুকুর আলী, সাং-মোহাম্মদপুর, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর বলে জানা যায়। এ সময় তার নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করা হয়।

  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

   গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…