logo

সময়: ০৪:০২, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ০৪:০২ অপরাহ্ন

সর্বশেষ খবর

সোনাইমুড়ী থানায় ১২ লক্ষ টাকার ফার্নিচার উপহার দিয়ে পাশে দাঁড়ান প্রবাসী!

Ekattor Shadhinota
১৫ নভেম্বর, ২০২৪ | সময়ঃ ০৭:২১
photo
সোনাইমুড়ী থানায় ১২ লক্ষ টাকার ফার্নিচার উপহার দিয়ে পাশে দাঁড়ান প্রবাসী!

সোনাইমুড়ী(নোয়াখালী)প্রতিনিধিঃনোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায় প্রায় ১২ লক্ষ টাকার ফার্নিচার উপহার দিয়ে পাশে দাঁড়ান আমেরিকান প্রবাসী মো.সামছুল আলম সোহাগ। বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২ ঘটিকার সময় তার পক্ষ থেকে মো.জাহাঙ্গীর আলম ও মো.মাসুদ এই ফার্নিচার সামগ্রী হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল নিত্যনন্দন দাস),সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদ আলম,সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল,যুগ্ন আহবায়ক আবুল মনসুর সেলিম,পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব,পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক হেলাল উদ্দিন টুটুল,২নং নদোনা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদ উল্ল্যা  রাজন, বিএনপি নেতা গোলাম ফারুক টুটুনসহ প্রমুখ ব্যক্তিবর্গ সময় উপস্থিত ছিলেন। থানায় হস্তান্তর কৃত ফার্নিচার গুলো হলো, ৪০ ইঞ্চি  ওয়ালটন এলইডি দুইটি,ফাইল কেবিনেট ২৫ টি, সিলিং ফ্যান ১০ টি, সেক্রেটারিয়েট টেবিল ২০ টি,স্টিলের রেক ৫টি,আলমিরা ৪টি,কুশল চেয়ার ৭টি,কাঠের চেয়ার ২০টি,থাই এ্যালুমিনিয়াম গ্লাস ফিটিং সহ ৪ জানালায় ৮ টি সহ অন্যান্য জিনিসপত্র যাহার বাজার মূল্য ১২ লক্ষ টাকা।  
উল্লেখ্য,গত ৫ ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যর্থনের মুখে আওয়ামীলীগ সরকারের পতন হয়। ঐ দিনে সোনাইমুড়ী থানায় ব্যাপক সংঘর্ষ হয়। যার ফলে,সোনাইমুড়ী থানা ব্যাপক ভাবে ক্ষয়ক্ষতি হয়। এতে করে পুলিশের স্বাভাবিক কার্যক্রম ও থানার ভিতরে ফার্নিচারও আসবাবপত্রের  ব্যাপকভাবে ক্ষতি সাধন হয়। তাই ঐ স্থান থেকে সোনাইমুড়ী থানাকে গতিশীল করার লক্ষ্যে প্রায় ১২ লক্ষ টাকার ফার্নিচার নিয়ে পাঁশে এসে দাঁড়ান আমেরিকান প্রবাসী মো.শামছুল আলম সোহাগ পাটোয়ারী।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…