logo

সময়: ০১:৪২, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ০১:৪২ অপরাহ্ন

সর্বশেষ খবর

৫ আগস্টের পর আবারও দখলদারি, চাঁদাবাজি, খুন, মিথ্যা মামলা, জুলুম, অত্যাচার শুরু হয়েছে            -ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম কাসেমী 

zahurul islam
১২ নভেম্বর, ২০২৪ | সময়ঃ ০৯:২৬
photo
৫ আগস্টের পর আবারও দখলদারি, চাঁদাবাজি, খুন, মিথ্যা মামলা, জুলুম, অত্যাচার শুরু হয়েছে            -ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম কাসেমী 

মোঃ জহুরুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ১২ নভেম্বর, ২৪ইং
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম কাসেমী বলেছেন, বৃটিশ হটাও আন্দোলনের পরেও বৈষম্য দূর হয়নি। মুসলমানদের ওপর অত্যাচার-অবিচার করা হয়েছে। তখন মুসলমানরা চিন্তা করছে, আলাদা ভূখন্ড ছাড়া তাদের কল্যাণ, মুক্তি নেই। এরজন্য আন্দোলন করে ১৯৪৭ সালে পাকিস্থান নামে এক ভূখন্ড পেয়েছিলাম। যেহেতু মুসলমানদের আন্দোলনের কারণে ধর্মের ভিত্তিতে ভারত থেকে দেশ আলাদা হয়েছে, মনে রাখতে হবে এই দেশ মুসলমানদের, অন্য কারও না। তবে অধিকার সবার।  

তিনি আরো বলেন, সে সময়ও বৈষম্য দূর হয়নি। মানুষ ৭১ সালে আবারও আন্দোলন করে এই দেশ লাভ করে। কিন্তু ৭১ থেকে ২০২৪ পর্যন্ত আবারও বৈষম্য। সাম্যতা নেই, মানবিক মর্যাদা নেই, সামাজিক ন্যায় বিচার নেই। আবারও মানুষ ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে সাম্যতা, বৈষম্য দূর করার জন্য জীবন, রক্ত দিয়েছে। আমরা রাজপথে নেমেছিলাম জীবনের মায়া ত্যাগ করে। মানুষের কল্যাণ, অধিকার ফিরিয়ে দেব বলে। যেখানে থাকবে না লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ, গুম, খুন, অত্যাচার, অবিচার, দখলদারি। ভেবেছিলাম ৫ আগস্টের পরে মানুষের সাম্যতা রক্ষা হবে, জুলুম-অত্যাচার দূর হয়ে যাবে, ব্যবসায়ীরা ব্যবসা করবে, চাঁদা থাকবে না। 

মানুষ নির্বিঘ্নে হাঁটবে, ভয় থাকবে না। একজন মহিলা একা একা হাঁটলে ধর্ষিতা হবে না, ইভটিজিংয়ের শিকার হবে না। যেখানে শ্রমিকসহ সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা কি দেখলাম, ৫ আগস্টের পর আবারও দখলদারি, চাঁদাবাজি, খুন, মিথ্যা মামলা, জুলুম, অত্যাচার, অবিচার। এর কারণ কি? আন্দোলন কারা করেছে? আর যাকে ইচ্ছা তাকেই উপদেষ্টা বানাবেন, ক্ষমতা দিবেন, এটা বাংলাদেশের মানুষ মানে না, মানবে না। কোন নাস্তিকে আমরা বাংলাদেশে উপদেষ্টা দেখতে চাই না। ঠিক মতো দেশ চালান, এতে ব্যর্থ হলে ভূমিকম্প হয়ে যাবে। কাজেই সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পরিশেষে তিনি এই দলের প্রতীক হাতপাখায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। 

সোমবার বিকেল ৫টায় জয়পুরহাট শহীদ ডা: আবুল কাসেম ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়পুরহাট জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করিম এসব কথা বলেন। 

ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজ গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও সমাজতান্ত্রিক কল্যাণমূলক ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়পুরহাট জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন,
দলটির নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী যুব আন্দোলনের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মিনহাজুল ইসলাম, ইসলামী আন্দোলন জয়পুরহাট জেলার উপদেষ্টা মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…