logo

সময়: ০৪:১৫, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ০৪:১৫ অপরাহ্ন

সর্বশেষ খবর

সুনামগঞ্জে প্রায় কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি

Ekattor Shadhinota
১১ নভেম্বর, ২০২৪ | সময়ঃ ১০:৩৪
photo
সুনামগঞ্জে প্রায় কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি

মোজাম্মেল আলম ভূইয়া-সুনামগঞ্জ: সুনামগঞ্জের দুই উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন মালামালসহ যানবাহন জব্দ করেছে বিজিবি।
আজ সোমবার (১১ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে- জেলার বহুল আলোচিত ও চোরাচালানের স্বর্গরাজ্য খ্যাত তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তের মনাইপাড় নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন করে লাউড়গড় বাজারে যাওয়ার সময় বিজিবি অভিযান চালিয়ে ৭শ ঘনফুট বালিসহ ৩টি মাহিন্দ্র ট্রাক্টর ও ১টি পিকআপ আটক করে। যার বাজার মূল্য ৪৩ লাখ ১৪ হাজার টাকা।
এছাড়া এই উপজেলার চাঁনপুর ও চারাগাঁও সীমান্তসহ পাশের বিশ^ম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২শ কেজি আপেল, ৩৪ বোতল মদ, ৩হাজার ২৯০ কেজি চিনি, ৩হাজার ৪৫৫কেজি কয়লা ও ১টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। আটককৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৫০লাখ ৫৪ হাজার ৯শ টাকা বলে জানা গেছে।
এব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যালিয়নের বিজিবি অধিনায়ক লে.কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন- সীমান্ত এলাকা থেকে প্রতিনিয়ত শ্ল্কু ফাঁকি দেওয়া অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে। এবিষয়ে সীমান্তে কঠোর ভাবে নজরদারি রাখছে বিজিবি।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…