logo

সময়: ০৩:২৮, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ০৩:২৮ অপরাহ্ন

সর্বশেষ খবর

সোনাইমুড়ীতে পলিথিনের ব্যবহারে ধ্বংস হচ্ছে মাছের প্রোজেক্ট!

Ekattor Shadhinota
০৯ নভেম্বর, ২০২৪ | সময়ঃ ০৫:০৪
photo
সোনাইমুড়ীতে পলিথিনের ব্যবহারে ধ্বংস হচ্ছে মাছের প্রোজেক্ট!

জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ 
নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে পৌরসভার ৫নং ওয়ার্ড বাইপাস ফায়ার সার্ভিস সংলগ্ন নোয়াখালী-ঢাকা হাইওয়ে রোডের উত্তর পাশে মেসার্স এম.কে হার্ডওয়ারের পিছনে মৃত ফজলুর রহমানের ছেলে আমির হোসেন মেহেদীর তত্তাবধানে একটি মাছের প্রোজেক্ট আছে। যাহার পরিধি ২৫ শতাংশ জায়গা জুড়ে। সোনাইমুড়ী গ্রামের ৫নং ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেন মেহেদী বলেন, আমি এখানে মাছ চাষ করছি দীর্ঘদিন থেকে। কিন্তু দুঃখের বিষয় হলো আশপাশের লোকজন আমার এই পুকুরে পলিথিনসহ বিভিন্ন ময়লা ফেলার কারণে আমার প্রায় ৩ হাজার মাছ মারা যায়। যার মধ্যে রয়েছে, রুই, কাতল, মৃগেল মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, তার মৃত মাছের দুর্গন্ধে আমি অতিষ্ট এবং এতে পরিবেশ নিষ্ট হচ্ছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে মেহেদী বলেন, আমি কালকে প্রায় ২ হাজার মরা মাছ তুলেছি, আমার ক্ষতি হয়েছে প্রায় ২ লক্ষ টাকার মাছ। আমি অতি দ্রুত আমার পকুর থেকে সব মরা মাছ তুলে নিব  এবং পানি পরিস্কার করে চুন ব্যবহার করবো। সাংবাদিক সাহেব, আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই, আর যাতে কেউ পুকুরে পলিথিন না ফেলে। 
এ বিষয়ে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তারকে জানালে তিনি বলেন, বিষয়টি আমি দেখবো। 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…