মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বিএনপি'র দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনার মামলায় এজাহারভূক্ত আসামি মোঃ সাব্বির ইসলাম খান অয়নকে (৩৫) গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৯ জুলাই) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি মোঃ সাব্বির ইসলাম খান অয়ন (৩৫), সে মহানগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ পানবর এলাকার মৃত নিজামুল ইসলাম খান অথেলের ছেলে।
রবিবার দুপুর এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, ভূবনমোহন পার্কের সামনে বিএনপি'র দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনার মামলায় এজাহার নামীয় আসামি অয়নকে শনিবার দুপুর সোয়া ১টায় গ্রেফতার করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।