জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের ২০২১—২০২২, ২০২২—২০২৩ ও ২০২৩—২০২৪ শিক্ষাবর্ষের এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামের সকল গবেষকদের নিয়ে ১৯শে সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার বেলা ৩:০০টায় ধানমন্ডিস্থ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের গবেষণার সার্বিক অগ্রগতি ও করণীয় সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি ও বেসরকারি কলেজ শিক্ষকগণ এ সেমিনারে অংশগ্রহণ করেন। ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আওলাদ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। সেমিনারে বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, প্রফেসর এস. আমিনুল ইসলাম, ইতিহাস বিভাগের প্রফেসর ড. আহমেদ আব্দুল্লাহ জামাল ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ। তারা শিক্ষার্থীদের গবেষণা পদ্ধতি ও বিভিন্ন বিষয়ের ওপর দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
দীর্ঘ দুই ঘন্টাব্যাপী এই সেমিনারে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “গবেষণাগুলোয় বিদ্যমান দূর্বলতা ও অসঙ্গতিসমূহ কাটিয়ে ওঠার লক্ষ্যে শিরোনামসহ প্রয়োজনীয় ক্ষেত্রে তত্ত্বাবধায়কও পরিবর্তন করা যেতে পারে। ” তিনি আরো বলেন, “জুলাই—আগস্টের ছাত্র—জনতার গণঅভ্যূত্থান ও এর বিভিন্ন দিক এই গবেষণা ইনস্টিটিউটের একটি অধ্যয়ন ও গবেষণার বিষয় হিসেবে বিবেচিত হবে। ” সেমিনারে অংশগ্রহণকারী গবেষণা ফেলোগণ তাদের গবেষণালদ্ধ বিষয় উপস্থাপন করেন এবং বিষয় বিশেষজ্ঞগণ গবেষণার তাৎপর্যমূলক বিষয়গুলো সেমিনারে পুঙ্খানুপুঙ্খভাবে আলোকপাত করেন, যা গবেষকদের গবেষণার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।