logo

সময়: ০১:৪০, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ০১:৪০ অপরাহ্ন

সর্বশেষ খবর

মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামের গবেষকদের সাথে বিশেষজ্ঞদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Ekattor Shadhinota
২১ সেপ্টেম্বর, ২০২৪ | সময়ঃ ০৯:৩৪
photo
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামের গবেষকদের সাথে বিশেষজ্ঞদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের ২০২১—২০২২, ২০২২—২০২৩ ও ২০২৩—২০২৪ শিক্ষাবর্ষের এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামের সকল গবেষকদের নিয়ে ১৯শে সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার বেলা ৩:০০টায় ধানমন্ডিস্থ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের গবেষণার সার্বিক অগ্রগতি ও করণীয় সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি ও বেসরকারি কলেজ শিক্ষকগণ এ সেমিনারে অংশগ্রহণ করেন। ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আওলাদ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। সেমিনারে বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, প্রফেসর এস. আমিনুল ইসলাম, ইতিহাস বিভাগের প্রফেসর ড. আহমেদ আব্দুল্লাহ জামাল ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ। তারা শিক্ষার্থীদের গবেষণা পদ্ধতি ও বিভিন্ন বিষয়ের ওপর দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

 

দীর্ঘ দুই ঘন্টাব্যাপী এই সেমিনারে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “গবেষণাগুলোয় বিদ্যমান দূর্বলতা ও অসঙ্গতিসমূহ কাটিয়ে ওঠার লক্ষ্যে শিরোনামসহ প্রয়োজনীয় ক্ষেত্রে তত্ত্বাবধায়কও পরিবর্তন করা যেতে পারে। ” তিনি আরো বলেন, “জুলাই—আগস্টের ছাত্র—জনতার গণঅভ্যূত্থান ও এর বিভিন্ন দিক এই গবেষণা ইনস্টিটিউটের একটি অধ্যয়ন ও গবেষণার বিষয় হিসেবে বিবেচিত হবে। ” সেমিনারে অংশগ্রহণকারী গবেষণা ফেলোগণ তাদের গবেষণালদ্ধ বিষয় উপস্থাপন করেন এবং বিষয় বিশেষজ্ঞগণ গবেষণার তাৎপর্যমূলক বিষয়গুলো সেমিনারে পুঙ্খানুপুঙ্খভাবে আলোকপাত করেন, যা গবেষকদের গবেষণার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…