খালেদা জিয়ার সমাধিতে নোবিপ্রবি পরিবারের ফুলেল শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৬
খালেদা জিয়ার সমাধিতে নোবিপ্রবি পরিবারের ফুলেল শ্রদ্ধা নিবেদন

আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিত্তি প্রস্তর স্থাপনকারী ও একাডেমিক কার্যক্রমের উদ্বোধক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক  প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আজ শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের উপস্থিতিতে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বেগম খালেদা জিয়ার সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

এ সময় নোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় ও বেগম খালেদা জিয়া এবং মহান স্বাধীনতার ঘোষক, বীরউত্তম শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

 

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুন নবী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়াউল হক, নোবিপ্রবি প্রক্টর এ এফ এম আরিফুর রহমানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।