নোবিপ্রবিতে ক্লাব প্রতিনিধিদের অংশগ্রহণে সাসটেইনেবিলিটি এক্সিলেন্স বিষয়ক প্রশিক্ষণ

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৬
নোবিপ্রবিতে ক্লাব প্রতিনিধিদের অংশগ্রহণে সাসটেইনেবিলিটি এক্সিলেন্স বিষয়ক প্রশিক্ষণ

আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থী ও ক্লাব প্রতিনিধিদের অংশগ্রহণে ‘গ্লোবাল ইমপ্যাক্ট, লোকাল অ্যাকশন: এমপাওয়ারিং স্টুডেন্ট ক্লাবস অ্যাজ ক্যাটালিস্টস্ ফর সাসটেইনেবিলিটি এক্সিলেন্স’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এর সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এ সময় উপাচার্য বলেন র‌্যাঙ্কিংয়ের যে ট্রেনে আমরা আরোহণ করেছি তা ধরে রাখতে হবে। এ বিষয়ে আমাদের র‌্যাঙ্কিং এন্ড স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট সেল কাজ করছে। আমরা চেষ্টা করছি তাদের সহযোগিতা করার জন্য। গতকাল প্রকাশিক বিশ্বখ্যাত টাইমস হায়ার এডুকেশনের সাবজেক্ট র‌্যাঙ্কিংয়ে দেশের ভেতরে নোবিপ্রবি ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে তৃতীয় এবং লাইফ সায়েন্স ক্যাটাগরিতে অষ্টম অবস্থানে রয়েছে, যা অত্যন্ত গৌরবের।   মানসম্মত জার্নালে পাবলিকেশন প্রকাশের কৌশল সম্পর্কে জানতে হবে। এর পাশাপাশি আমাদের পেটেন্ট ডেভেলপ করতে হবে। আগামীতে পেটেন্টেবল এবং মার্কেটেবল পাবলিকেশনই মূল্যায়িত হবে।

উপাচার্য আরও বলেন, একাডেমিক এবং ইনফ্রাস্ট্রাকচারাল মাস্টারপ্ল্যান নিয়ে আমরা কাজ করছি। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। এখানে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা রয়েছেন। আপনারা আপনাদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে এগিয়ে আসবেন। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের স্বাস্থ্য বীমায় যুক্ত করার পাশাপাশি গ্রিন ক্যাম্পাস গঠনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পরিবেশবান্ধব ই-কার চালু এবং মেডিকেল সেন্টারের ডায়াগনস্টিক সেবাকে আরও কার্যকর করার বিষয়ে আলোকপাত করেন।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। প্রোগ্রাম মডারেটর ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ। প্রশিক্ষণের রিসোর্স পার্সন ছিলেন ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ও র‌্যাঙ্কিং এন্ড স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট সেলের অতিরিক্ত পরিচালক ড. ফাহদ হুসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোর কার্যক্রমকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) বিভিন্ন সূচকের সঙ্গে সমন্বয় সাধন এবং র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সেগুলোকে কাজে লাগানোর কৌশল বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পরে শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমা বিষয়ে বিশ^বিদ্যালয়ের হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সাইদুর রহমান আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. শিবলুর রহমান।

প্রশিক্ষণে নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ক্লাব প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।