রাজশাহীতে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন, জেলা প্রশাসক

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২৬
রাজশাহীতে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন, জেলা প্রশাসক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের
(আরইউজে) উদ্যোগে জমকালো আয়োজনে শুরু হয়েছে মিডিয়া কাপ
ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬।
শনিবার সকাল ১০টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে
টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের
সভাপতি মুহাঃ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র
গাজিউর রহমান এবং রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর
আলী।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরইউজের সাবেক সভাপতি ও
কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, সদ্য নির্বাচিত সহ-সভাপতি মঈন উদ্দিন,
বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন। এছাড়াও
উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার প্রকাশক ও সম্পাদক
আবু হেনা মোস্তফা জামান, নির্বাহী সম্পাদক মাসুদ রানা রাব্বানী-সহ
রাজশাহীর সিনিয়র সাংবাদিকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরইউজের
সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।
দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের
সাংবাদিকদের নিয়ে গঠিত মোট আটটি দল অংশগ্রহণ করছে। নকআউট
ভিত্তিতে প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয়।
রোববার (১৮ জানুয়ারি) সেমিফাইনালে মুখোমুখি হবে চারটি দল। পরে
বিজয়ী দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে ‘মিডিয়া কাপ ক্রিকেট
টুর্নামেন্ট-২০২৬-এর পর্দা নামবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্ট রাজশাহীর সাংবাদিকদের
মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও ক্রীড়া চর্চা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।