রাজশাহী নগরীতে মাদক-সহ এক নারী পুরুষ গ্রেফতার

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৬
রাজশাহী নগরীতে মাদক-সহ এক নারী পুরুষ গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার পবা ও চন্দ্রিমা থানা পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত পৃথক স্থানে অভিযান তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৪৪ পিস ইয়াবা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোসাঃ কুলসুম বেগম (২২) ও মোঃ আরিফ (৩৫)।
রবিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট কুলসুম বেগমকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করেন, পবা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের নেতৃত্বে এসআই মোঃ আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স। তবে তার স্বামী মোঃ সুমন পালিয়ে যায়।
একই দিন রাত পৌনে ৯টায় নগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি বাজার এলাকা থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মোঃ আরিফকে গ্রেফতার করেন, চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই আলাল হুসাইন ও সঙ্গীয় ফোর্স।  
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।