মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি নজরুল ইসলাম এবং মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি তোফায়েল আহমেদের মা রেজিয়া বেগম (৭০) শুক্রবার দিবাগত রাত ১টায় স্ট্রোক করে কুমিল্লার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শনিবার সকাল ১০টায় শ্রীপুর তালিমুল কুরআন মাদরাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হামিদুর রহমান সোহাগ, লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, জামায়াতের সেক্রেটারি মাওলানা ফয়েজুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মু মহিউদ্দিন, সহ সেক্রেটারি সাইফুল বারী তুহিনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।