বাঘায় বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২৬
বাঘায় বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোর সোয়া ৬টায় রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) মীরগঞ্জ বিওপি’র একটি আভিযানিক দল বাঘা থানাধীন বারশিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে বস্তার ভেতর থেকে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় বাঘা থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।