অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ কর্মী-সহ গ্রেফতার ২৫

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২৬
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ কর্মী-সহ গ্রেফতার ২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর অংশ হিসেবে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  
গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃততেদের মধ্যে আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ টিয়ারুল ইসলাম ওরফে আশরাফুল (৩৮), সে কর্ণহার থানার বিলধরমপুর এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ২৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জন মাদক মামলার আসামি এবং ১১ জন বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।  
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।