রাজশাহীর পদ্মার চরে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২৬
রাজশাহীর পদ্মার চরে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:  রাজশাহী নগরীর জাহাজঘাট এলাকার পদ্মা নদীর চরে অভিযান চালিয়ে ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার(৭ জানুয়ারি) রাত সোয়া ১০টায় নগরীর মতিহার থানাধীন জাহাজঘাট বালুরচর এলাকা থেকে এসব মদ জব্দ করেন তালাইমারী বিওপির একটি আভিযানিক দল। তবে মাদক বহনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি জানায়, ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মদ মতিহার থানায় জমা দেওয়া  হয়েছে।