গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডল ঃ
গাইবান্ধার-পলাশবাড়ীতে কোট-ট্রাক সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত ২ এবং গুরুতর আহত হয়েছেন অন্ততঃ ১০ যাত্রী।
শুক্রবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়ক ঠুটিয়াপাকুর সন্নিকটে গড়েয়া ঈদগাহ মাঠ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চলমান শৈত্য প্রবাহে এ অঞ্চলের সড়ক-মহাসড়ক ঘণকুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়ে। যানবাহন সমূহের হেডলাইট জ্বালিয়েও সামনে কিছু দেখা যাচ্ছিল না। ঢাকা থেকে গাইবান্ধাগামী কাজী পরিবহনের একটি নাইট কোচ (ঢাকা মেট্রো-ভ-১২-১৬৩৬) ধীর গতিতে সামনের দিকে এগুচ্ছিল। এসময় সড়কের উল্লেখিত স্থানে ক্রাউন সিমেন্ট কোম্পানির সিমেন্ট বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-উ-১৪-৩৫৪৮) সাথে সজোরে সংঘর্ষ ঘটায় কোচটির সম্মুখের বামপাশ মূহুতের্বই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কোচ হেলপার সাদুল্লাপুর উপজেলা এলাকার মুসা মিয়া (২৫) এবং অপরজন কোচ যাত্রী রংপুরের পীরগঞ্জ এলাকার ধনশালা গ্রামের হারুন মিয়ার ছেলে জামিল মিয়া(২০)।
স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
পরবর্তীতে তাদের মধ্যে গুরুতর আশঙ্কাজনকদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ নহাসপাতালে স্থানান্তর করা হয়। মরদেহ দু’টি তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ সারোয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত কোচ ও সিমেন্ট বোঝাই ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয় এবং এ ব্যাপারে সড়ক পরিব-হন আইনে থানায় মামলা হয়েছে।