তানোরে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র- গোলাবারুদ জব্দ

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২৫
তানোরে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র- গোলাবারুদ জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর তানোর থানা এলাকায় পৃথক
অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল-সহ বিপুল পরিমাণ অস্ত্র ও
গোলাবারুদ জব্দ করেছে র‍্যাব। তবে অস্ত্রের মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া
ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, রবিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টা থেকে ভোর পৌনে
২টা পর্যন্ত তানোর থানাধীন চুনিয়াপাড়া গ্রামে পৃথক তিনটি স্থানে এ
অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনৈক এন্তাজ আলীর বসতবাড়ীর পাশে
গরুর গোয়ালঘরের পেছনে রান্নার লাকড়ির নিচ থেকে, একই এলাকার
আব্দুস সোবাহানের বসতবাড়ীর খড়ি রাখার ঘরের খড়ির নিচ থেকে এবং
জয়নাল নামের এক ব্যক্তির বসতবাড়ীর খড়ি রাখার ঘরের খড়ির নিচ থেকে এসব
অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। যার মধ্যে দুটি সিলভার রঙের খালি
ম্যাগাজিন, পিস্তলের পাঁচ রাউন্ড গুলি, ১২টি শর্টগানের গুলি, চারটি
পাইপগান এবং ছয়টি চিকন পাইপসহ অস্ত্র তৈরির বিভিন্ন খুচরা যন্ত্রাংশ
রয়েছে।
জব্দকৃত অস্ত্র ও গুলি সম্পর্কে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করে
অস্ত্রগুলোর উৎস বা মালিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
পরে জব্দকৃত মালামাল তানোর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে
জানিয়েছে র‍্যাব।