আগামী দিনে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলকে আরও সংগঠিত, গতিশীল ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির যুগ্ম আহ্বায়কম মহানগর অভি আহম্মেদ আকাশ। তিনি বলেন, তৃণমূলকে শক্তিশালী করা, আদর্শিক রাজনীতির চর্চা এবং জনস্বার্থে সক্রিয় ভূমিকা রাখাই হবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার মূল লক্ষ্য।
শনিবার নগরীর এক সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন। অভির ভাষ্য অনুযায়ী, রাজশাহী মহানগরের প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমকে নিয়মিত ও কার্যকর করতে সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হবে। পাশাপাশি নতুন ও তরুণ নেতৃত্বকে সামনে এনে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, সামাজিক ও মানবিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতে শৃঙ্খলা বজায় রাখা হবে। নগরবাসীর সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথাও বলেন তিনি।
সভায় উপস্থিত নেতাকর্মীরা জানান, আগামী দিনের রাজনীতিতে মহানগর স্বেচ্ছাসেবক দলের ভূমিকা আরও দৃশ্যমান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। এ সময় দলীয় শৃঙ্খলা মেনে চলা এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নগরীতে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।