রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ৪০ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ সহ বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
গ্রেফতারকৃতরা হলো- ১। মাহবুবুল আলম (৪৫) ২। শাহজাদা (৩০) ৩। আরিফ হাসান (২৭) ৪। সজল (২৫) ৫। দ্বীন ইসলাম (৩১) ৬। রেজোন আলী (৩৫) ৭। শাহ আলম (২৬) ৮। সোহেল (২২) ৯। রিয়াদ (২২) ১০। সামীর (২৬) ১১। রনি সরকার (৩৫) ১২। ইরফান হোসেন সুমন (৩২) ১৩। হাসান (২৬) ১৪। সাকলাইন আহমেদ (৩৪) ১৫। ইব্রাহিম (২৫) ১৬। হুসাইন (২৫) ১৭। শফিক উদ্দিন (৪০) ১৮। জসিম (২৫) ১৯। আমিন (২৭) ২০। চান মিয়া (২৫) ২১। রমিজ (৩৫) ২২। বাবু (২৪) ২৩। লিমন (২০) ২৪। খাইরুল (২৫) ২৫। নওশাদ (৩৬) ২৬। রানা (২৮) ২৭। হাসিনা বেগম (৩৫) ২৮। সুজন (২৫) ২৯। কামাল (৩৯) ৩০। সাইফুল মিয়া (৩৫) ৩১। রুবেল (২৭) ৩২। জনি (৩৩) ৩৩। রাব্বি (২৩) ৩৪। তানভীর আহমেদ তুষার (২২) ৩৫। শুভ (২০) ৩৬। আল আমিন (১৯) ৩৭। মান্নান (৩০) ৩৮। নয়ন (২০) ৩৯। রনি (২৮) ৪০। সাইফুল ইসলাম (২০) ৪১। ইকবাল হোসেন (২২) ৪২। মনির হোসেন (২৪) ৪৩। জসিম (২৬) ৪৪। মেহেদী (২৪) ৪৫। রাব্বি (২২) ৪৬। রবিউল (২২) ৪৭। শেখ আসাদুজ্জামান (২৫) ৪৮। মমিন (২৮) ৪৯। আশিকুল ইসলাম আশিক (২৪) ৫০। মোহাম্মদ আলী (৩২) ৫১। মনির হোসেন (৩০) ৫২। প্রকাশ (১৯) ও ৫৩। আশিক (১৯)।
মোহাম্মদপুরে থানা সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ০৬:০০ ঘটিকা থেকে ১১:০০ ঘটিকা পর্যন্ত মোহাম্মদপুর থানা পুলিশ, সেনাবাহিনী ও র্যা ব থানা এলাকার বিভিন্ন জায়গায় যৌথভাবে অভিযান পরিচালনা করে ৫৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে ৪০ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা, নয়টি চাপাতি ও সামুরাই, ১০টি ছুরি, ১২ টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সুত্র : ডিএমপি