বাঘার মিডিলচরে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২৫
বাঘার মিডিলচরে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘার মিডিলচরে
ভারতীয় মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি)
অধীনস্থ আলাইপুর বিওপি’র একটি দল।
২২ ডিসেম্বর রাত পৌনে ৮টায় বাঘা থানাধীন মিডিলচর
কাশবনের ভেতরে থেকে এসব মদ জব্দ করা হয়। এ সময় পরিত্যাক্ত
অবস্থায় ২২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি
টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা
সম্ভব হয়নি।
জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঘা থানায়
হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জড়িত মাদক কারবারীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে
বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।