কুমিল্লা-৯ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাসির উদ্দীন

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৫
কুমিল্লা-৯ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাসির উদ্দীন

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা 
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা ৯ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাসির উদ্দীন মজুমদার । সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা গাজালা পারভীন রুহির নিকট হতে নাসির উদ্দীন মজুমদারের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন মোহাম্মদ উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান। নাসির উদ্দীন মজুমদারের পক্ষে উপস্থিত ছিলেন। মাওলানা মোহাম্মদ উল্লাহ, মাওলানা ইউসুফ, মোঃ আবদুল কাইয়ুম কাইফ, জাফর আহমেদ, হেলাল সরকার প্রমুখ। এর আগে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম, আরেক মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলাসহ ৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।