মোহনপুরে গুলিবিদ্ধ ঘটনার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৫
মোহনপুরে গুলিবিদ্ধ ঘটনার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহকে গুলিবিদ্ধ করার ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুর আর রশিদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পবা-মোহনপুর আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, শাহীন আক্তার শামসুদ্দোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজিমুদ্দিন, কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম এবং ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক।

বক্তারা গুলিবিদ্ধ করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের সহিংসতা গণতন্ত্র ও নির্বাচনী পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।