বাঘায় গাঁজার গাছসহ একজন গ্রেফতার

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৫
বাঘায় গাঁজার গাছসহ একজন গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘায় ৩০ কেজি
গাঁজার গাছসহ মো. হাফিজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে
গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় বাঘা উপজেলার চক
ছাতারি গ্রামে তার নিজ বসতবাড়ির আঙিনা থেকে গাঁজার
গাছসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাফিজুল ইসলাম চক ছাতারি গ্রামের মো. রহিম
উদ্দিনের ছেলে।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের
ভিত্তিতে বাঘা থানা পুলিশ জানতে পারেন, হাফিজুল ইসলাম তার
বসতবাড়ির ভেতরে অবৈধভাবে গাঁজার গাছ উৎপাদন, চাষ ও
পরিচর্যা করছেন।
এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১০টায় তার বাড়িতে অভিযান
চালিয়ে ৩০ কেজি গাঁজার গাছ জব্দ-সহ তাকে হাতেনাতে
গ্রেফতার করেন বাঘা থানার এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিক ও
সঙ্গীয় ফোর্স।
এ ব্যপারে গ্রেফতারকৃতের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ
করা হয়েছে।