মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর ফুলতলাঘাট
এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টায় নগরীর মতিহার থানার কাজলা
ফুলতলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০০ পিস ভারতীয়
ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,
কয়েকজন মাদক কারবারী ফুলতলাঘাট এলাকার মাঠের মধ্য দিয়ে মাদক
পাচার করছে। এমন তথ্যের ভিত্তিতে তালাইমারী বিওপি’র বিজিবির
একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় কাশবনের ভেতর
সন্দেহজনক একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পায় তারা। ব্যাগটির
ভেতরে ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
তবে ভোর পর্যন্ত কেউ ব্যাগটি নিতে না আসায় জব্দকৃত
মাদকদ্রব্য নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বিজিবি সদস্যরা।
জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট মতিহার থানায় জমা দেওয়া
হয়েছে। একই সঙ্গে সীমান্ত ও আশপাশের এলাকায় মাদক পাচার
রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে
বিজিবি।