রাজশাহীতে ২০ বোতল ভারতীয় মদ জব্দ, পালিয়েছে কারবারী

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৫
রাজশাহীতে ২০ বোতল ভারতীয় মদ জব্দ, পালিয়েছে কারবারী

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর কাটাখালী থানাধীন
টাংগন এলাকায় ২০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় শাহাপুর
বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এই মদ জব্দ করা
হয়।
শুক্রবার দুপুরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানায়, গোপন
তথ্যের ভিত্তিতে শাহাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার একটি
কলা বাগানের ভেতর অবস্থান নেয় বিজিবি সদস্যরা। পরে দেখা যায়,
পদ্মা নদীর চর এলাকা থেকে একজন মাদক কারবারী হাতে একটি
প্লাস্টিকের ব্যাগ নিয়ে কলা বাগানের দিকে আসছে।
বিজিবি সদস্যরা তাকে গ্রেফতারের চেষ্টা করলে সে পালিয়ে যায়,
তবে তার হাতে থাকা ২০ বোতল ভারতীয় মদের ব্যাগটি ফেলে যায়।
জব্দকৃত মাদ কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে।
একই সঙ্গে পালিয়ে যাওয়া মাদক কারবকারীর পরিচয় শনাক্ত এবং তার
বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা
হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, মাদক ও চোরাচালান
প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।