জুলাই যোদ্ধা  হাদী গুলিবিদ্ধ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরাম:

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৫
জুলাই যোদ্ধা  হাদী গুলিবিদ্ধ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরাম:

ঝালকাঠি প্রতিনিধি:

 ঝালকাঠির কৃতি সন্তান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা  এবং ঢাকা ৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী  জনাব শরীফ ওসমান হাদী আজ সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজাপুর কাঠালিয়া উন্নয়ন ফোরামের সভাপতি মাওলানা মোঃ আবু ইউসুফ সেক্রেটারি মাওলানা মোঃ জসিম উদ্দিন।

আজ বিকেলে নেতৃবৃন্দ এক যৌথ বার্তায় বলেন। -শরীফ ওসমান হাদী এ দেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানে  যে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন সেটা জাতি শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে। তার দ্রুত সুস্থতার জন্য  মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন এবং দেশবাসীকে দোয়া করার জন্য আহ্বান জানিয়েছেন।

নেতৃবৃন্দ আরো বলেন যে সকল  সন্ত্রাসীরা শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যা করতে চেয়েছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এজন্য সরকারকে জাতীয়ভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। ভবিষ্যতে আর কখনো যেন কোন জুলাই যোদ্ধাকে এরকম সন্ত্রাসী হামলার শিকার হতে না হয়  সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টি রাখতে হবে।  

পিন্ডির গোলামির জিনজির থেকে আমরা মুক্তি পেলেও এখনো ভারতীয় আধিপত্যবাদ এবং  দিল্লীর দাসত্ব থেকে মুক্তি পায়নি। এ কারণে আমরা মনে করছি এই ঘটনা ভারতীয় আধিপত্যবাদ এবং র য়ের সমন্বয়ে পরিকল্পিত হত্যাযজ্ঞ এবং ষড়যন্ত্রের অংশ হিসেবেই শরিফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে।