রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৫
রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ১৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক রিটন।

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। পরে বিশেষ মোনাজাতে দেশনেত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

এসময় ১৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।