রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধিঃ
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পার্বতীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।
আজ সোমবার (১৮ আগষ্ট) সকালে পার্বতীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাদ্দাম হোসেন। পার্বতীপুর মৎস্য বীজ উৎপাদন খামার এর ব্যবস্থাপক মোঃ মাহফুজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ রাজিব হোসাইন, সিনিয়র মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি আহসান হাবীব ও গ্রাম বিকাশের মৎস্য কর্মকর্তা জাহিদুল হক আরও অনেকে। এরআগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মোঃ সাদ্দাম হোসেন পার্বতীপুর উপজেলা পরিষদ পুকুরে রুই, মৃগেল ও কাতল মাছের পোনা অবমুক্ত করেন।