মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি জান শরীফ (৪৮) রাজধানীর যাত্রাবাড়ী হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৭ আগস্ট, ২০২৫
মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি জান শরীফ (৪৮) রাজধানীর যাত্রাবাড়ী হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

  অদ্য ১৭/০৮/২০২৫ তারিখ দুপুর অনুমান ১২.০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মীর হাজীরবাগ এলাকায় অভিযান পরিচালনা পল্লবী থানার মামলা নং- ৮১(২)১২ এবং জিআর মামলা নং- ৪২৭/২২; ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ)/১৯(৪) এর সাজা পরোয়ানাভুক্ত আসামি জান শরীফ (৪৮), পিতা- শুকুম আলী মুন্সী, সাং- ১২৫, মীর হাজীর বাগ, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করে ।

  গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।