জলঢাকায় কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। 

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫
জলঢাকায় কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান  নীলফামারী, প্রতিনিধি

পুলিশই জনতার,জনতাই পুলিশ এই শ্লোগানকে সামনে রেখে মাদক,জুয়া,বাল্য বিবাহ প্রতিরোধে নীলফামারীর জলঢাকায় কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে উপজেলার কৈমারী ইউনিয়নের টগরার ডাঙ্গা বাজারে থানা  কমিউনিটি পুলিশিং এর উদ্দ্যোগে আয়োজিত  মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে অনু্ষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন।  

এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগীতা চেয়ে তিনি বলেন পুলিশ জনতার বন্ধুত্বে সমাজ থেকে সকল প্রকার অন্যায়, অত্যাচার ও অপরাধ নির্মুল এবং সুস্থ ও সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।  

কৈমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেকের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কৈমারী ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত থানা পুলিশের বিট অফিসার সহ ইউনিয়ন পরিষদের সদস্য প্রমত চন্দ্র রায়,ঝরিয়া চন্দ্র রায়,তইবুল ইসলাম, জবেদুল, ব্যবসায়ী নিত্যান্দ রায় প্রমুখ।

পরে সভা শেষে এলাকায় গরু চুরি, মাদক ও জুয়া সহ  বিভিন্ন অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষ্যে কমিনিউনিটি পুলিশিং এর কার্যক্রম বৃদ্ধি করার আহবান জানান বক্তারা ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলন।