চুয়েটে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫” পালিত

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৭ জুলাই, ২০২৫
চুয়েটে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫” পালিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫” পালিত হয়েছে। আজ ২৭ জুলাই (রবিবার) ২০২৫ খ্রিঃ আয়োজিত উক্ত কর্মসূচির উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়েটের পুর ও পরিবেশ প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক ড. আশুতোষ সাহা, ডিজেস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর অধ্যাপক ড. মারুফুল হাসান মজুমদার, প্রধান প্রকৌশলী জনাব মো. সিরাজুল ইসলাম, চীফ লাইব্রেরিয়ান জনাব মো. আব্দুল খালেক সরকার, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) জনাব মোহম্মদ রফিকুল ইসলাম, উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান, উপ-পরিচালক (নিরাপত্তা) জনাব মোহাম্মদ আনিসুজ্জামান খান ও জনসংযোগ কর্মকর্তা জনাব আইদিত ইবনে মঞ্জু প্রমুখ।