সবুজ বাংলাদেশ গঠনে 'বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫' অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ৩০ জুন, ২০২৫
সবুজ বাংলাদেশ গঠনে 'বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫' অনুষ্ঠিত

 

 

আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি -


পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে ''হাজী হাবিবুল্লাহ দরবেশ স্মৃতি পাঠাগার''-এর আয়োজনে অনুষ্ঠিত হলো "বৃক্ষরোপণ কর্মসূচি – ২০২৫"।

 

এই কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল — “সবুজে বাঁচুক বাংলাদেশ”আজ জুন ২০২৫, পাঠাগার সংলগ্ন এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্থানীয় তরুণ সমাজ, পাঠাগারের সদস্যবৃন্দ, বিডি ক্লিন নোয়াখালী সদর উপজেলার নেতৃবৃন্দ এবং পরিবেশ সচেতন নাগরিকরা।

 

উদ্বোধনী বক্তব্যে পাঠাগারের সাধারণ সম্পাদক মারুপ আহমদ বলেন, “এই পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ রাখতে হলে এখনই গাছ লাগানোর আন্দোলনে সক্রিয় হতে হবে। ”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগার সভাপতি অ্যাডভোকেট মওদুদ আহমদ, যিনি বলেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানো কেবল একটি কর্মসূচি নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। ”

 

কর্মসূচির মূল কার্যক্রম ছিল:

ফলজ, বনজ ও ফুলের চারা রোপণ

 

সচেতনতামূলক র‍্যালি ও পোস্টার ক্যাম্পেইন

 

পরিবেশ বিষয়ক শিক্ষামূলক সেমিনার

 

এই পাঠাগারের প্রতি বছরের ধারাবাহিক  আয়োজনের মাধ্যমে শিশু-কিশোর ও যুবসমাজের মাঝে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন উপস্থিত বক্তারা।