উত্তরায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫
উত্তরায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

ঢাকা (উত্তর), ১৮ এপ্রিল ২০২৫ (বাসস) : গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
আজ শুক্রবার বিকেলে উত্তরার বিএনএস সেন্টারের সামনে থেকে এই মিছিল শুরু হয়। মিছিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বিক্ষুব্ধ জনতার এই মিছিলটি বিএনএস সেন্টারের সামনে থেকে শুরু করে উত্তরার বিভিন্ন পয়েন্ট ঘুরে আজমপুর আমির কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয় এ বিক্ষোভ মিছিল থেকে। একই সঙ্গে উত্তরায় আজ আওয়ামী লীগের ব্যানারে যারা মিছিল করেছে, তাদের শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে জানানো হয়, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা আগামী রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করবেন।  

বিক্ষোভকারীরা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলকারীদের গ্রেপ্তার করতে হবে। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করা একজন ছাত্রনেতা বলেন, যে শেখ হাসিনা গণহত্যা ও গুম-খুন করে, সেই হাসিনা ও আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার কোন অধিকার নেই। বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা। 

ঊল্লেখ্য, আজ শুক্রবার ভোরে রাজধানীর উত্তরার বিমানবন্দর সড়কে মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই মিছিলের ব্যানের লেখা ছিল ঢাকা-১৮ সংসদীয় এলাকা। মিছিল থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করা হয়। বিক্ষোভ মিছিলের পাঁচ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে আওয়ামী লীগ।