গত ০৮/০৩/২০২৫ তারিখ রাত অনুমান ১৯:৪৫ ঘটিকায় ভিকটিম আব্দুল সাত্তার প্রামানিক (৭৫) এর নাতির সাথে পূর্ব শত্রুতার জের ধরে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন সালাম প্রামানিকের চায়ের দোকানে আসামী সিয়াম (২০)’সহ সঙ্গীয় অপরাপর আসামীগণ ভিকটিমের ছেলে রুবেল প্রামানিক (৩৯)’কে মারধর করার একপর্যায়ে তার ডাক চিৎকারে ভিকটিমের ছেলেকে বাচানোর জন্য ভিকটিম সাত্তার প্রামানিক এগিয়ে আসলে আসামীগণ ভিকটিমকে বুকে ও পিঠে, ঘাড়ে, মুখে, এলোপাথারী কিল, ঘুষি এবং পেটে লাথি মেরে গুরুতর জখম করে। পরবর্তীতে ভিকটিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে রুবেল প্রামানিক (৩৯) বাদী হয়ে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং- ০৮, তারিখ- ০৯/০৩/২০২৫ খ্রি., ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৩৫৪/৩৭৯/৩০২/৫০৬ পেনাল কোড, ১৮৬০। মামলার বিষয়টি জানতে পেরে উল্লেখিত ঘটনায় জড়িত আসামীগণ আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
অদ্য ১৫/০৪/২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোয়ালচামট নতুন বাসস্টান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ সিয়াম শেখ (২০), পিতা-মোঃ আলাল উদ্দিন শেখ, সাং- মাঝকান্দি, থানা- মধুখালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।