গাইবান্ধা জেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ৫,০০০ টাকা জরিমানা।

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫
গাইবান্ধা জেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ৫,০০০ টাকা জরিমানা।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন, গাইবান্ধা এর উদ্যোগে ১৫
এপ্রিল, ২০২৫ তারিখে গাইবান্ধা জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান
পরিচালিত হয়। মোবাইল কোর্ট অভিযানে মেসার্স এস. এ কাদির এন্ড সন্স ফিলিং স্টেশন,
সদর, গাইবান্ধাকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা
করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন গাইবান্ধার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ
ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্তী তুষার, প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর
বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌঃ মোঃ আহসান
হাবীব এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ তাওহিদ আল আমিন।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।