গত ০৮/০৪/২০২৫ তারিখ আনুমানিক সকাল ১১:০০ ঘটিকায় ভিকটিম ফজিরন নেছা (৬০) তার মেয়ের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা হতে তার বাড়ি ফরিদপুরে যাওয়ার উদ্দেশ্যে মুকসুদপুর বাস স্ট্যান্ড হইতে ফারাবি এক্্রপ্রেস যাত্রীবাহী মিনি বাসে উঠেন। পরবর্তীতে ঢাকা-ফরিদপুর মহাসড়কের জোয়াইর মোড় এলাকায় আসলে উল্লেখিত বাস চালক মো: সুমন গাজীর (২৮) দ্রæত ও বেপরোয়া গতির ফারাবি এক্সপ্রেস যাত্রীবাহী মিনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে মুখোমুখি লাগিয়ে দেয়। পরবর্তীতে বাসটি দুমড়ে-মুচড়ে ভিকটিম ফজিরন নেছা (৬০)’সহ ০৭ জন গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিম (৬০)’সহ ০৭ জন ভর্তি করা হলে উক্ত হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করে।
উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে মো: রুবেল মিয়া (৩২) বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ২৩, তারিখ-০৯ এপ্রিল ২০২৫ খ্রিঃ, ধারা- সড়ক পরিবহন আইন- ২০১৮ এর ৯৮/১০৫। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই প্রেক্ষিতে গতকাল ১৪/০৪/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৬:৩০ ঘটিকায় র্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৪ এর সহযোগীতায় রাজধানীর মিরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে সড়ক ও পরিবহন মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ সুমন গাজী (২৮), পিতা- মোঃ শুকুর গাজী, সাং- শংকরপাশা, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর‘কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।