ফরিদপুরের অপহরণ মামলার আসামী শামিনুর (২৮) রংপুরে র‌্যাব কর্তৃক গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫
ফরিদপুরের অপহরণ মামলার আসামী শামিনুর (২৮) রংপুরে র‌্যাব কর্তৃক গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।

 গত ০৯/০৪/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকায় ভিকটিম (২৭) তার পিতার বাড়ী হতে ফরিদপুর নিউ মার্কেটের উদ্দেশ্য বের হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানার টিচার্স ট্রেনিং কলেজের সামনে গেলে আসামী মো: শামিনুর রহমান (২৮)’সহ সঙ্গীয় অপরাপর আসামীদের সহায়তায় জোরপূর্বক ভিকটিমকে তুলে নিয়ে যায়।  

 উক্ত ঘটনায় ভিকটিম (২৭) এর স্বামী বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত মামলায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদেরকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

 অদ্য ১৪/০৪/২০২৫ তারিখ সকাল অনুমান ০৮.৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১৩ এর সহযোগীতায় রংপুর জেলার কোতয়ালী থানাধীন পালিচড়া বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফরিদপুর জেলার কোতয়ালী থানার মামলা নং- ৩১, তারিখ- ১৩/০৪/২০২৫, ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধনী/২০০৩) এর এজাহারনামীয় আসামী মো: শামিনুর রহমান (২৮), পিতা- বারেক ফকির, সাং- ভাজনডাঙ্গা, থানা- কোতয়ালী, জেলা-  ফরিদপুর‘কে গ্রেফতার করে এবং তার তথ্যমতে ভিকটিম (২৭)’কে উদ্ধার করে।  

 গ্রেফতারকৃত আসামী ও ভিকটিম’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।