১৭ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী ঢাকার দোহারে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫
১৭ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী ঢাকার দোহারে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

 অদ্য ১০/০৪/২০২৫ তারিখ দুপুর আনুমান ১৪.০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দোহার থানাধীন নারিশা বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১,৭০,০০০/- (এক লক্ষ সত্তর হাজার) টাকা মূল্যমানের ১৭ (সতেরো) গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। সালাম শেখ (৩৫), পিতা- মৃত হিরু শেখ, ২। রুবেল শেখ (২৯), পিতা- দাদন শেখ, উভয় সাং- হাওলাদার কান্দী, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর বলে জানা যায়।

 প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার দোহারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

 গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।