জয়পুরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার রডের আঘাতে হোটেল শ্রমিক নিহত, আটক ১ 

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫
জয়পুরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার রডের আঘাতে হোটেল শ্রমিক নিহত, আটক ১ 

মোঃ জহুরুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ০৬ এপ্রিল ২৫ ইং
জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার রডের আঘাতে জাহিদ হাসান (৪৫) নামে এক  হোটেল শ্রমিক নিহত হয়েছে।  এ ঘটনায় অভিযুক্ত শাহীন মিয়াকে জনতা আটকে রেখে  পুলিশের কাছে সোপর্দ করেন।

নিহত জাহিদ হাসান  ফরিদপুরের নগরকান্দা থানার রামগঞ্জ গ্রামের ইসাহাক মোল্লার ছেলে।

আটক শাহিন (১৯) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রায়পুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (০৬ এপ্রিল) সকালে কুসুম সুইটস্ হোটেলের  তন্দুর রুটির কারিগর নাসিমের সাথে পরোটা তৈরীর কারিগর শাহীনের কথা কাটাকাটি  হয়। এ সময় ওয়েটার জাহিদ হাসান তাদের ঝগড়া মিটমাট করতে গেলে শাহীন তাকে রুটি বানানোর বেলান দিয়ে আঘাত করে। পরে আবারো তিনি একটি রড দিয়ে মাথায় সজোরে আঘাত করলে সে লুটিয়ে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেলে  দিকে তিনি মারা যায়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আলম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত  নিশ্চিত করেছেন।