আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা
কুমিল্লার মনোহরগঞ্জে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মনির হোসেন (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায় বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খিলা ইউনিয়নের সাতেস্বর গ্রামের মৃত হাসান আহমেদের ছেলে মনির হোসেন পার্শ্ববর্তী শিশুকে (সম্পর্কে নাতনি) তার ঘরের সিঁড়িতে ডেকে নিয়ে শিশুটির স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে মনির সটকে পড়ে। এনিয়ে বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে শালিসে বসলে উত্তেজিত জনতা মনিরকে গণধোলাই দিয়ে আটকে রাখে। খবর পেয়ে মনোহরগঞ্জ ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে আহতাবস্থায় মনিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পুলিশ পাহারায় মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এনিয়ে বৃহস্পতিবার রাতে শিশুর মা বাদী হয়ে মনির হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন। শুক্রবার পুলিশ মনিরকে জেলহাজতে পাঠায়।
নিপীড়নের শিশুর মা অভিযুক্ত মনিরের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এবিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ঘটনাটি শুনে আমরা অভিযুক্ত মনিরকে গ্রেপ্তার করে পুলিশের পাহারায় মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে জেলহাজতে পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।