সোনাইমুড়ীতে হেলমেট বাহিনীর আতঙ্কে নিরাপত্তাহীনতা আছেন সবুজ ভূঁইয়া

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৫ মার্চ, ২০২৫
সোনাইমুড়ীতে হেলমেট বাহিনীর আতঙ্কে নিরাপত্তাহীনতা আছেন সবুজ ভূঁইয়া

জসিম উদ্দিন রাজ,সোনাইমুড়ী
নোয়াখালী জেলা কৃষক দলের সদস্য ও সোনাইমুড়ী উপজেলা জিয়া সৈনিক দলের সদস্য সচিব সবুজ ভূঁইয়া বর্তমান সময়ে আতঙ্কের মধ্যে জীবনের এই সময়টুকু অতিবাহিত করছেন।
থানায় অভিযোগ সূত্রে জানা যায় যে,গত ১৯ মার্চ বুধবার রাত ১১.৩০মিনিটের সময় সাংগঠনিক কাজ শেষ করে, বাড়িতে ফেরার সময় সোনাইমুড়ী টু চাটখিল সড়কের বগাবাড়িয়া  সাকিনের আফাস ডাক্তারের বাড়ির পাশে কয়েকজন মুখোশধারী হেলমেট পরা অবস্থা সবুজ ভূঁইয়া পথে বাঁধা হয়ে দাঁড়ায়। এই সময় এদেরকে দেখে অটোরিকশা থেকে লাফ দিয়ে খালি মাঠে জীবন বাঁচানোর জন্য দৌঁড়াতে থাকেন সেই। এই সময় সে দেখতে পায়,হেলমেট এবং মুখোশ পরা ব্যক্তিদের হাতে আগ্নেয়াস্ত রয়েছে এবং তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। পরে সবুজ ভূঁইয়া দৌঁড়ে কোনরকম জীবন বাঁচাতে সক্ষম হয়। এ বিষয়ে সবুজ ভূঁইয়া সোনাইমুড়ী থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন অজ্ঞতা নামা ব্যক্তিদের বিরুদ্ধে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন,অভিযোগ হাতে পেয়েছি। অজ্ঞতা নামা ব্যক্তিদের শনাক্তের কাজ চলমান আছে।