সাময়িক বরখাস্ত মতিহার থানার বিতর্কীত এসআই আশিক

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৩ মার্চ, ২০২৫
সাময়িক বরখাস্ত মতিহার থানার বিতর্কীত এসআই আশিক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মহানগরীর মতিহার থানার
বিতর্কীত সেকেন্ড অফিসার এসআই এ.টি.এম আশেকুল ইসলামকে
সাময়িক বরখাস্ত করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।
গত বৃহস্পতিবার (২০ মার্চ) অপরাহ্নে তাকে চাকরি হতে সাময়িকভাবে
বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, গত (২১ ফেব্রুয়ারী) “চালান দেওয়া আসামী পথে থেকে
ফিরিয়ে থানায় নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ মতিহার থানার সেকেন্ড
অফিসারের বিরুদ্ধে” শিরোনামে একটি সংবাদ একাধীক অনলাইন নিউজ
পোর্টাল ও সাপ্তাহিক বাংলার বিবেক, দৈনিক বার্তা পত্রিকা-সহ বিভিন্ন
পত্রিকায় প্রকাশিত হয়। সংবাদটিঁ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হলে।
মতিহার থানায় কর্মরত এ. টি.এম আশেকুল ইসলাম, বিপি-৮৮১৪১৬৬৩৪৪,
কমিশনার আদেশ নং-১১৬২ তারিখ-০১/৩/২০২৫ মূলে বর্ণিত এসআই্#৩৯;কে
প্রশাসনিক কারণে পুলিশ লাইন্স, আরএমপি, রাজশাহীতে সংযুক্ত করে
অবিলম্বে সংযুক্তকৃত কর্মস্থলে যোগদানের আদেশ প্রদান করা হয়।
বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিতে বিভিন্ন সময়ে কন্ট্রোলরুমের
মাধ্যমে বার্তা প্রদান করা হলেও ছাড়পত্র গ্রহণ না করায় খারক নং-
৪৪,০১,০০০০,৯৮৮.১৬.৭০৭.২৫.২০৯২ তারিখ-১৯/৩/২০২৫ মূলে বদলিকৃত
কর্মস্থলে যোগদানের নিমিত্তে ১৯/৩/২০২৫ তারিখের মধ্যে ছাড়পত্র গ্রহণের
জন্য নির্দেশ প্রদান করা হয় এসআই আশিককে। কিন্তু তিনি বদলিকৃত
কর্মস্থলে যোগদান না করে বদলির আদেশ বাতিলের জন্য বিভিন্নভাবে
অনৈতিক তদবির করছেন; যা উর্ধ্বতন কর্মকর্তার বৈধ আদেশের প্রতি
অবজ্ঞা, বিভাগীয় নিয়ম শৃঙ্খলা পরিপন্থি ও অসদাচরণের সামিল এবং গুরুতর
শাস্তিযোগ্য অপরাধ।
এমতাবস্থায় উপরোক্ত কার্যকলাপের প্রেক্ষিতে এসআই এ.টি.এম আশেকুল
ইসলাম, বিলি-৮৮১৪১৬৬৩৪৪্#৩৯;কে পুলিশ রেগুলেশন, ১৯৪৩ এর প্রবিধান ৮৮০
মোতাবেক গত বৃহস্পতিবার (২০ মার্চ) অপরাহ্নে চাকরি হতে সাময়িকভাবে
বরখাস্ত করেন কর্তৃপক্ষ।
সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ লাইন্সে সংযুক্ত থাকবেন এবং
বিএসআর-৭১ মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। সেই সাথে তাঁর
ভোগরত নৈমিত্তিক ছুটিও বাতিল করা হয়।