সাংবাদিকের উপর আক্রমণকারী হুমায়ুন (৫২) রাজধানীর বংশালে র‌্যাব কর্তৃক গ্রেফতার।  

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৩ মার্চ, ২০২৫
সাংবাদিকের উপর আক্রমণকারী হুমায়ুন (৫২) রাজধানীর বংশালে র‌্যাব কর্তৃক গ্রেফতার।  

গত ২৫/০১/২০২৫ ও ০৩/০২/২০২৫ তারিখ বাংলা টিভি ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার সাংবাদিক মো: দুলাল হোসেন রাজু (৪০) সিলেটের জাফলং কোয়ারীতে অবৈধ ভাবে পেলুডার দ্বারা পাথর উত্তোলনের একক আধিপত্য বিস্তার বিষয়ে সংবাদ প্রচার করেন। এরই প্রেক্ষিতে আসামী মো: হুমায়ুন  আহম্মদ (৫২)’সহ অপরাপর আসামীগণ ক্ষিপ্ত হয়ে গত ১৭/০৩/২০২৫ তারিখ রাত আনুমানিক ২৩:০০ ঘটিকায় জাফলং ব্রিজ এলাকায় সাংবাদিক মো: দুলাল হোসেন রাজুসহ অন্যান্য পত্রিকার সাংবাদিক নাইম আহমদ, সালমান শাহ, শাকিল আহমদ ও ইব্রাহীম আলীদের পথ রোধ করে মারধর করে। এসময় তাদের নিকট থাকা সংবাদ কার্যক্রমে ব্যবহৃত ০১ টি ক্যামেরা, ০১ টি ওয়ারলেস মাইক্রোফোন, ০২ টি স্মার্ট ফোন ও ০১ টি মোটরসাইকেল আসামীগণ নিয়ে যায়।

  উক্ত ঘটনায় ভিকটিম এর ভাই বাদী হয়ে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ২৭, তারিখ- ১৮/০৩/২০২৫, ধারা- ১৪৩/৩৪২/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/১১৪/৩৪ পেনাল কোড, ১৮৬০। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে প্রেরিত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-৯ ও র‌্যাব-১০ এর আভিযানিক দল উল্লেখিত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

   গতকাল ২২/০৩/২০২৫ তারিখ রাত আনুমানিক ২৩:৩০ ঘটিকায় র‌্যাব-৯ ও র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার বংশাল থানার চানখারপুল এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত মামলার এজাহারনামীয় আসামী মো: হুমায়ুন আহম্মদ (৫২), পিতা- ডা: আব্দুল কাদির, সাং- ছৈলাখেল, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট’কে গ্রেফতার করে।

   গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।