আন্তর্জাতিক নারী দিবসে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও পেশাগত ঝুঁকি নিয়ে আলোচনা সভা

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২২ মার্চ, ২০২৫
আন্তর্জাতিক নারী দিবসে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও পেশাগত ঝুঁকি নিয়ে আলোচনা সভা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও পেশাগত ঝুঁকি সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯ টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডা. মোসা: মাহবুবা খাতুন।
সভায় প্রধান অতিথি নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য উন্নয়ন ও পেশাগত সুরক্ষা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, নারীদের জন্য স্বাস্থ্যকর কর্মপরিবেশ তৈরি করা জরুরি, যাতে তারা তাদের দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করতে পারেন।
সভায় সভাপতিত্ব করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর কমান্ডান্ট কামরুন নাহার।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) শামিমা নাসরিন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন-সহ রাজশাহী জেলা ও আরএমপির কর্মকর্তা ও নারী পুলিশ সদস্যবৃন্দ।