জয়পুরহাটে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ত্রৈ-মাসিক সংলাপ অনুষ্ঠিত!

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৮ মার্চ, ২০২৫
জয়পুরহাটে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ত্রৈ-মাসিক সংলাপ অনুষ্ঠিত!

মোঃ জহুরুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ  ১৮ র্মাচ ২০২৫ ইং
জয়পুরহাটে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে নেট্জ বাংলাদেশের সহযোগিতায় জেন্ডার সমতা ও সুশাসন শক্তিশালীকরণে জেলা পর্যায়ে সিএসও এবং স্থানীয় র্কতৃপক্ষের সাথে ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ ও র্কম-পরিকল্পনা সভা (১৭ র্মাচ ২৫ইং) সোমবার সকাল ১০ টায় জেলা কৃষি অফিস জয়পুরহাট এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

জয়পুরহাটে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও নেট্জ বাংলাদেশের সহযোগিতায় জেলা পর্যায়ে ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠান এ সভাপতিত্ব করেন এ.জে.এম আশিকুর রহমান (ইউ.ওয়াই.ডি.ও) যুব উন্নয়ন আফিস, জয়পুরহাট। উক্ত ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ পরিচালনা করেন ফিল্ড ফেসিলিটেটর  শুক্লা দেব, সহযোগিতায় ছিলেন ও দিপ্তী রাণী।

উক্ত ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিনের আলোচনার বিষয় যুব উন্নয়ন এর বিভিন্ন প্রশিক্ষণ, সেবা ও জীবনমান উন্নয়ন নিয়ে বশিাদ আলোচনা করা।

উক্ত ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিনে সিদ্ধান্ত-সমহঃ বিভিন্ন  প্রশিক্ষণ এর নামের তালিকা তৈরি ও প্রশিক্ষণের বিষয় নিয়ে বিশাদ প্রচারোনা চালানো ।

পরিশেষে উক্ত ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ এর সমাপ্তি ঘোষনা করেন সভাপতি এ.জে.এম আশিকুর রহমান (ইউ.ওয়াই.ডি.ও) যব উন্নয়ন আফিস, জয়পুরহাট।