র‌্যাব-১০ কর্তৃক চুরি ও প্রতারণা মামলার আসামী বাছির (৪০) ডেমরা হতে গ্রেফতার।

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৬ মার্চ, ২০২৫
র‌্যাব-১০ কর্তৃক চুরি ও প্রতারণা মামলার আসামী বাছির (৪০) ডেমরা হতে গ্রেফতার।

  গত ১৩/০১/২০২৫ তারিখ দিবাগত রাত অনুমান ০৩.০০ ঘটিকায় শফিকুল ইসলাম (৪৯) এর ১২,৮০,০০০/- (বার লক্ষ আশি হাজার) টাকা মূল্যমানের একটি পিকআপ ভ্যান তার ঢাকার সাভারস্থ নিজ বাসভবন হতে অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। ভিকটিম শফিকুল ইসলাম পিকআপ ভ্যানটির অনুসন্ধান করলে অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা দাবি করে পিকআপ ভ্যানটি তার নিকট আছে মর্মে জানায়। ভিকটিম সরল বিশ্বাসে অজ্ঞাতনামা ব্যাক্তিকে বিকাশের মাধ্যমে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা প্রদান করে। পরবর্তীতে ভিকটিম অজ্ঞতানামা ব্যক্তির সহিত যোগাযোগ করতে ব্যর্থ হয়।

২। উক্ত ঘটনায় ভিকটিম নিজে ঢাকার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত মামলার পলাতক আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীগণকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

 অদ্য ১৬/০৩/২০২৫ তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার সাভার মডেল থানার মামলা নং- ৩৯, তারিখ- ১৭/০২/২০২৫, ধারা- ৩৭৯/৪০৬/৪২০ পেনাল কোড, ১৮৬০ এর আসামী মো: বাছির মিয়া (৪০), পিতা- মোঃ হাশর আলী, সাং- পাতিরা পশ্চিম পাড়া, থানা-খিলক্ষেত্র, ডিএমপি, ঢাকা ’কে রাজধানীর ডেমরা এলাকা হতে গ্রেফতার করে।  

  গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।