জসিম উদ্দিন রাজ,সোনাইমুড়ী
নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে মাছ বাজারের ব্যবসায়ীদের ধর্মঘট এর ফলে ক্রেতারা পড়ছে বিপাকে। বুধবার সোনাইমুড়ী মাছ বাজারে ভোর থেকে কোন মাছ নেন। সোনাইমুড়ী বাজারের খুচরা মাছ ব্যবসায়ী সুমন,রনি ও হারুন অভিযোগ করে বলেন, কিস্তি নিয়ে আমরা মাছ বিক্রি করে সংসার চালায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমাদের এখানকার যারা দায়িত্বরত আছেন তারা বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করেন। আমরা যাতে মাছ বাজারে ঢুকতে রাস্তার পাশে মাছ বিক্রি না করি। সোনাইমুড়ী বাজারের মাছ ব্যবসায়ী মো.মমিন বলেন, আমরা যদি এখানে বসে মাছ বিক্রি না করি,তাহলে মাছ বাজারও জমে উঠবে না। সোনাইমুড়ী বাজারের বিসমিল্লা আড়ৎতের মোহাম্মদ আইয়ুব আলী বলেন,যথাযথ কর্তৃপক্ষ যদি রমজান মাস পর্যন্ত তাদেরকে সময় দেয় তাহলে তারা তাদের পরিবার নিয়ে দু'মুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারবে। আমি আশা করি যথাযথ কর্তৃপক্ষ তাদেরকে রমজান মাসের জন্য হলোও এই সুযোগ করে দেবে। রিপোর্ট টি লেখা পর্যন্ত, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার এর মোবাইল ফোনে একাধিক বার কল দিলে, তিনি ফোন রিসিভ করেন নাই।