‘মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ’ গড়ার দৃঢ় প্রত্যয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয় রাজধানী ঢাকার সংঘবদ্ধ মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর সার্বিক নির্দেশনায় এবং ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক জনাব মোঃ মানজুরুল ইসলাম এর তত্ত্বাবধানে সর্বশেষ ৪৮ ঘন্টায় ০৩ জন নারীসহ মাদকের হোম ডেলিভারি চক্রের মোট ০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে ১৬৭০ পিস ইয়াবা, ০৭ গ্রাম আইস ও ১৯০ পিস টাপেন্টাডল নামীয় মাদক উদ্ধার করা হয়।
অভিযানের বিবরণঃ
গত ৩০/১১/২০২৪ তারিখ পরিদর্শক জনাব মোহাম্মদ কামরুজ্জামান এর নেতৃত্বে ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের মতিঝিল সার্কেলের একটি টিম হাজারীবাগ থানাধীন ৬৩/১ বাড্ডা নগর লেন থেকে ৫০ পিস ইয়াবাসহ আঁখি আক্তার (৩৪) এবং তেজগাঁও থানাধীন পশ্চিম নাখালপাড়া বেলাল মসজিদ রোড থেকে ১,৪৫০ পিস ইয়াবাসহ মোঃ রিপন আলী (৩৬)-কে গ্রেপ্তার করা হয়।
গত ০১/১২/২০২৪ তারিখ পরিদর্শক জনাব মোঃ খাইরুল আলমের নেতৃত্বে ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের ডেমরা সার্কেলের একটি টিম শেরেবাংলা নগর থানাধীন শ্যামলীস্থ ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের গেটের সামনে থেকে ০৭ (সাত) গ্রাম মেথামফিটামিনযুক্ত ক্রিস্টাল মেথ বা আইসসহ রিফাত রহমান রোদেলা (২৭)-কে গ্রেপ্তার করা হয়। একই টিম ধানমন্ডি থানাধীন স্টার কাবাব এন্ড রেস্টুরেন্ট এর সামনে ৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী মুকুল (৩৮) এবং ধানমন্ডি থানাধীন ৭ নম্বর রোড থেকে ১০ পিস ইয়াবাসহ মোঃ আফিফ আফতাফ (৫১)-কে গ্রেপ্তার করা হয়।
গত ০২/১২/২০২৪ তারিখ পরিদর্শক জনাব মোঃ এনামুল হক এর নেতৃত্বে ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের সবুজবাগ সার্কেলের একটি টিম শ্যামপুর থানাধীন মির হাজিরবাগ পাইপ এলাকা থেকে ১১০ পিস ইয়াবাসহ মোছাঃ আনোয়ারা আলেয়া বেগম (৩২)-কে গ্রেপ্তার করা হয়।
গত ০২/১২/২০২৪ তারিখ পরিদর্শক জনাব মোঃ ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের খিলগাঁও সার্কেলের একটি টিম উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর নং ১০ এর রোড নং ০১ এলাকার বিসমিল্লাহ ফার্মেসি এন্ড ডিপার্টমেন্ট ষ্টোর থেকে ১৯০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ১০০ মি: লি: ট্যাবলেটসহ নেয়ামত হোসেন (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
আঁখি আক্তার (৩৪), স্বামী- মোঃ শাহিন মিয়া, পিতা- মৃত. রহমত উল্লাহ, মাতা- রুবি বেগম, স্থায়ী ও বর্তমান সাং- ৬৩/১ বাড্ডা নগর লেন (মুকুলিকা স্কুলের পাশে), থানা- হাজারীবাগ, ডিএমপি, ঢাকা।
মোঃ রিপন আলী (৩৬), পিতা- মৃত. আব্দুল জব্বার মন্ডল, মাতা- আছিয়া বেগম, স্থায়ী সাং- কালিগাঁও জয়পুর, পোঃ তেঁতুলিয়া, থানা- মন্দা, জেলা- নওগাঁ। বর্তমান সাং- বাসা নং- ২৮৯, পশ্চিম নাখালপাড়া (সেতু মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা- তেজগাঁও, ডিএমপি, ঢাকা।
রিফাত রহমান রোদেলা (২৭), পিতা- মৃত হেমায়েত খাঁ, মাতা- নাজমা বেগম, স্থায়ী সাং- হামেদ খোলার হাট, থানা- কালকিনি, জেলা- মাদারীপুর। বর্তমান সাং- নামাপাড়া ল্যাম্প আইডিয়াল স্কুল, থানা- খিলক্ষেত, জেলা- ডিএমপি, ঢাকা।
মোহাম্মদ আলী মুকুল (৩৮), পিতা- মৃত হাসু মিঞা, মাতা- রাশেদা বেগম, ঠিকানা - উত্তর আদাবর, ৬০/১, মোহাম্মদপুর, থানা- আদাবর, ডিএমপি, ঢাকা।
মোঃ আফিফ আফতাফ (৫১), পিতা- মৃত এ ওয়াই এম সিরাজুল ইসলাম, মাতা- তাহেরা বেগম, স্থায়ী সাং- আফতাব উদ্দিন কমপ্লেক্স, জুবলি রোড, খালইষ্ট, থানা- মুন্সীগঞ্জ, জেলা- মুন্সীগঞ্জ। বর্তমান সাং- রোড নং- ৭, বাড়ি নং- ৩১/এ (এসেট রিফল্কেশন), ৬ তলা বিশিষ্ট বিল্ডিং এর ২য় তলায় দক্ষিণ পাশের্^র ইউনিট, থানা- ধানমন্ডি, ডিএমপি, ঢাকা।
মোছাঃ আনোয়ারা আলেয়া বেগম (৩২), পিতা-মৃত আলী হোসেন, স্বামী মোঃ রিপন ফকির, মাতা-মৃত পিয়ারা বেগম, স্থায়ী ঠিকানাঃ সাং- বেজগাঁ, পোঃ-ঘোড়াদৌড়, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ। বর্তমান ঠিকানাঃ সাং-মিরহাজিরবাগ, পাইপ বাস্তা, ২৮/২, মায়ের দোয়া, জে.এ.মঞ্জিল (জহিরুল হাজী বাড়ীর নিচতলার ভাড়াটিয়া), থানা-শ্যামপুর, জেলা ডিএমপি, ঢাকা।
নেয়ামত হোসেন (৩০),পিতা:সাহেব আলী, মাতা:রেবেকা বেগম, স্থায়ী সাং : দক্ষিণ জোগানিয়া, থানা: নরাগাতি, জেলা: নড়াইল। বর্তমান ঠিকানা : ৬৩/২২, পূর্ব আজমপুর, পুরাকৈর, থানা:দক্ষিণ খান, উত্তরা, ঢাকা।
সম্প্রতি ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) কর্তৃক আটককৃত টেকনাফভিত্তিক ইয়াবা কারবারিদের জিজ্ঞাসাবাদে রাজধানী ঢাকা জুড়ে একটি সক্রিয় মাদক চক্রের সন্ধান পাওয়া যায়। চক্রটির অধিকাংশ সদস্য নারী এবং এরা বিভিন্ন কৌশলে ইয়াবা ও আইস মাদকসেবীদের বাসায় পৌঁছে দেয়ার কাজ করে। পেট চুক্তিতে ইয়াবা পাচারকারীরা ঢাকার সন্নিকটে বিভিন্ন এলাকায় টেকনাফ থেকে ইয়াবা পৌঁছে দেয়। এসব এলাকা থেকে একটি চক্র মূল মাদকের চালান ভেঙ্গে ভেঙ্গে এসব ডেলিভারি ম্যানদের নিকট পাঠায়। পরে এরা চুক্তি অনুযায়ী ক্রেতাদের নিকট পৌঁছে দিতো। গ্রেপ্তারকৃতদের মধ্যে রিফাত রহমান রোদেলা (২৭) মূলত অভিজাত এলাকায় আইস সরবরাহ সিন্ডিকেটের অন্যতম মূল হোতা। ইতোপূর্বেও আইসসহ গ্রেপ্তার হয়েছিল রোদেলা।