কাজে গতি বাড়াতে ৩ থানায় গাড়ি হস্তান্তর করলেন পুলিশ কমিশনার

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৪
কাজে গতি বাড়াতে ৩ থানায় গাড়ি হস্তান্তর করলেন পুলিশ কমিশনার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী আরএমপি পুলিশের কাজে গতি
বাড়াতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রাপ্ত
৩টি গাড়ি থানায় হস্তান্তর করেছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু
সুফিয়ান।
রবিবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত অনুষ্ঠানে
৩টি গাড়ি নগরীর বোয়ালিয়া, শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানার অফিসার
ইনচার্জ এর কাছে হস্তান্তর করেন।
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় রাজশাহী মেট্রোপলিটন
পুলিশের (আরএমপি) সদর দপ্তরসহ কয়েকটি থানা, ডিবি অফিস, ট্রাফিক
অফিস, ফাঁড়ি ও পুলিশ বক্স ক্ষতিগ্রস্ত হয়। লুট হয় সরকারি অস্ত্র-গুলি ও
সরকারি মালামাল। একই সাথে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি সরকারি
গাড়ি, মোটরসাইকেল ও পুলিশ সদস্যের ব্যক্তিগত মোটরসাইকেল। ফলে ব্যাহত
হয় পুলিশের টহল কার্যক্রম। অনেকটাই বাঁধাগ্রস্ত হয়ে পড়ে রাজশাহী নগরীর
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ। রাজশাহী মহানগরী এলাকায়
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রম গতিশীলতা আনয়নে পুলিশ
হেডকোয়ার্টার্স থেকে প্রাপ্ত গাড়িগুলো আরএমপি’র বোয়ালিয়া,
শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরো বলেন, ইতোমধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অগ্নি
সংযোগে ক্ষতিগ্রস্ত ডিবি অফিস সংস্কার কার্যক্রম শুরু হয়েছে।
এছাড়াও ক্ষতিগ্রস্ত আরএমপি সংস্কার কাজ চলছে। খুব শীঘ্রই ট্রাফিক
অফিসের কার্যক্রম শুরু হবে বঔের জানান পুলিশ কমিশনার।
এসময় আরও উপস্থিত ছিলেন, আরএমপি’র নগর বিশেষ শাখার বিশেষ পুলিশ
সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক,
বিপিএম, পিপিএম, পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত
ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম,
বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে
পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ
সাইফউদ্দীন শাহীন এবং আরএমপ্#ি৩৯;র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।