রংপুর মহানগরীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১১ নভেম্বর, ২০২৪
রংপুর মহানগরীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা

বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এবং জেলা প্রশাসন, রংপুর এর যৌথ উদ্যোগে রংপুর মহানগরীতে ১১.১১.২০২৪ ইং একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে প্লেইন কেক পণ্য সিএম লাইসেন্সবিহীন উৎপাদন ও বিক্রয়- বিতরণ করায় মেসার্স রঙ্গপুর বেকারী, রবার্টসনগঞ্জ, আলমনগর, মহানগর, রংপুর কে ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ২৫,০০০/- জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জনাব তানজিনা খাতুন, এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর। প্রসিকিউটর হিসেবে ছিলেন মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ নাসির উদ্দিন,পরিদর্শক (মেট্রোলজি)।

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।